Samsung বাজারে লঞ্চ করে দিল Samsung S23 FE

বাজারে আসতে চলেছে Samsung-এর তরফ থেকে আর একটি নতুন ফোন Samsung S23 fe. Samsung তার প্রত্যেকটি ফ্লাগশিপ লেভেলের ফোনগুলির একটি করে Fan Edition(FE) বের করে। সেইদিক থেকে Samsung তাদের S23 সারীর ফ্যান এডিশন এখন বের করেনি। তাই আশা করা যায় খুব শ্রীঘ্রয় তারা তাদের Samsung S23 fe বের করতে চলেছে। এই ফ্যান এডিশন-এর ফোনগুলিতে কমদামে একইরকম অভিজ্ঞতা দেয় ফ্লাগশিপ লেভেলের ফোনগুলির মতো। সেজন্য অনেক মানুষ Samsung fe ফোনগুলির জন্য অপেখ্যা করে থাকে, সেই  অপেখ্যার অবসান করিয়ে খুব তারাতারি বাজারে আসতে চলেছে Samsung S23 FE.

Samsung S23 FE ফোনের Specification গুলি নীচে দেওয়া হল:—
  •  ফোনটিতে আশা করা যায় যে, ১২০ Hz রিফ্রেশ রেট ও ৬.১০” ইঞ্চি ফুল এইছডি ডিসপ্লে সহ থাকতে পারে। ডিসপ্লেটিতে গরিলা গ্লাস ভিকটাস-এর পোটেকসানও থাকতে পারে। এছড়াও উপরের দিকে একটি পাঞ্চহোল ক্যামেরা থাকবে।
  • ফোনটিতে ফটোগ্রাফির জন্য থাকছে, পিছনের দিকে থাকছে (50mp+12mp+10mp) ক্যামেরা। এবং সামনে সেলফির জন্য থাকছে 12mp ক্যামেরা।
  • এছাড়াও ফোনটিতে থাকছে অক্টা কোরের প্রসেসর, 3900mah-ব্যাটারি, চারজিং-এর জন্য Type-C পিন, 5G-এর সুবিধা এবং ফোনটা অ্যান্ডয়েড 13 উপর কাজ করবে।

Samsung বাজারে লঞ্চ করে দিল Samsung S23 FE

Leave a comment